চট্টগ্রাম: বাংলাদেশের তরুণ স্পিনার মেহদি হাসানের অসাধারণ বোলিংয়ের সুবাদে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে চাপে ইংল্যান্ড। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ডান হাতি অফ ব্রেক বোলার মেহদি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দাপটেই প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৫৮।

এ বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যান অফ দ্য হয়েছিলেন মেহদি। অভিষেক টেস্টে সেই ফর্মই দেখালেন তিনি। বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিলেন এই তরুণ।

টেস্টে মেহদির প্রথম শিকার বেন ডাকেট। প্রথম স্পেলে আরও একটা উইকেট নেন এই স্পিনার। এবার তিনি প্যাভিলিয়নে ফেরান গ্যারি ব্যালান্সকে। এরপর ইংল্যান্ডের দুই অর্ধশতরানকারী মইন আলি ও জনি বেয়ারস্টোকেও ফিরিয়ে দেন মেহদি। উইকেটে জমে যাওয়া জো রুটকেও আউট করেন তিনি। বাকি দুটি উইকেট নেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।