ঢাকা: টি-টোয়েন্টিতে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। তরুণ স্পিনার নাসুম আহমেদের হাতের ভেলকিতেই অজি বধ টাইগারদের। একাই ৪ উইকেট তুলে নিলেন তিনি। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঢাকায় ২ দল খেলতে নেমেছিল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলে নেয় ১৩১ রান। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। 


এদিন প্রথমে ব্য়াটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান বোর্ডে তুলে নেয় টাইগাররা। ব্য়াট হাতে সাকিব আল হাসান ৩৬ রান করেন। মহম্মদ নইম ৩০ রান করেন। মাহমুদুল্লাহ ২০ রান করেন। লোয়ার অর্ডারে আফিফ হোসেন ২৩ রান করেন। অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ২ উইকেট নেন। জশ হ্যাজেউড ৩ উইকেট নেন। 


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি খাতা খোলার আগেই ফিরে যান। জস ফিলিপে মাত্র ৯ রান করেন। একমাত্র মিচেল মার্শ ৪৫ রানের ইনিংস খেলেন। তবে তিনি কাউকে যোগ্য সঙ্গী হিসেবে পাননি। ম্যাথু ওয়েড ১৩ রান করে আউট হন। একের পর এক উইকেট হারাতে থাকা অজিদের হার যে নিশ্চিত, তা বোঝা যায়। 


এদিকে এদিন বাংলাদেশের বোলারদের মধ্যে তরুণ স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। মুস্তাফিজুর রহমন ২ উইকেট পান। সাকিব আল হাসান ১ টি উইকেট নেন। শরিফুল ইসমাল ২ উইকেট পান। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ হন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। আজই সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ২ দল। উল্লেখ্য, এই সিরিজে অস্ট্রেলিয়া দলের প্রথম সারির অনেক ক্রিকেটারই খেলছেন না।