ঢাকা: নাবালিকা পরিচারিকার উপর নৃশংস অত্যাচারে অভিযুক্ত ক্রিকেটার শাহদাত হোসেনকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে বাধা থাকছে না এই পেসারের। তবে আইনি জটিলতা না কাটা পর্যন্ত তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে না।

 

গত বছরের সেপ্টেম্বরে শাহদাত ও তাঁর স্ত্রী নৃত্যর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে তাঁদের বাড়ির ১১ বছর বয়সি পরিচারিকা। তাকে রাস্তা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সেই সময় তার চোখ ফোলা ছিল এবং হাতে গরম খুন্তির ছ্যাঁকার দাগ ছিল। কিছুদিন পালিয়ে বেড়ানোর পর শাহদাত ও তাঁর স্ত্রী ৫ অক্টোবর আত্মসমর্পণ করেন। দুমাস জেল খাটার পর তাঁরা জামিনে মুক্তি পান।

 

সেই সময় থেকেই ২৯ বছর বয়সি এই ক্রিকেটারের সব ধরনের ক্রিকেট খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে গত ২৮ এপ্রিল নিজের দোষ স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন শাহদাত। এরপরেই বিসিবি তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নিল।

 

অপরাধ প্রমাণ হলে শাহদাত ও নৃত্যর ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। তবে শোনা যাচ্ছে, অত্যাচারিত পরিচারিকার পরিবারের সঙ্গে অর্থের বিনিময়ে আদালতের বাইরে মিটমাট করে নিতে পারেন শাহদাত। সেক্ষেত্রে তাঁর জাতীয় দলে ফিরতে বাধা থাকবে না।