ঢাকা: বাংলাদেশের টি-২০ দলের নয়া অধিনায়ক নির্বাচিত হলেন শাকিব আল-হাসান। সম্প্রতি মাশরাফি মোর্তাজা আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন। তাঁর বদলেই বাংলাদেশের টি-২০ দলের অধিনায়ক হলেন শাকিব। আজ ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দফতরে এক বৈঠকে শাকিবকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেছেন, বৈঠকে শাকিব ছাড়াও অন্য কয়েকজনের নাম নিয়ে আলোচনা হয়। তবে সর্বসম্মতিক্রমেই শাকিবকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

শাকিবকে কতদিনের জন্য টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে, সেটা জানাননি নাজমুল। আগামী জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেই নয়া ভূমিকায় দেখা যাবে। এর আগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শাকিব। তিনি চারটি টি-২০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। চারটি ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। এই অলরাউন্ডার ফের টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার ফলে এখন ক্রিকেটের তিন ফর্ম্যাটে  বাংলাদেশের তিন জন আলাদা অধিনায়ক। টেস্টের অধিনায়ক মুশফিকুর রহিম এবং একদিনের দলের অধিনায়ক মাশরাফি।