ঢাকা: মাত্র ২ দিন আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ২০২৩ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানাবেন। আজ ঠিক ২ দিন পরেই আচমকাই সোশাল মিডিয়ায় পোস্ট করে তামিম ইকবাল (Tamim Iqbal) জানিয়ে দিলেন যে টি-টোয়েন্টি ক্রিকেটকে (T20 Cricket) বিদায় জানাচ্ছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে আর দেখতে পাওয়া যাবে না বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনারকে। 


ফেসবুক পোস্টেই অবসরের ঘোষণা


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ চলছে বাংলাদেশের। ম্যাচের আগে বা সাংবাদিক বৈঠকে কোনও সিদ্ধান্ত নেননি তামিম। তিনি কিছু জানাননি পর্যন্ত। কিন্তু গতকাল হঠাৎই পরে ফেসবুকে পোস্টে তামিম লিখেছেন, ''আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।''




কিছুদিন আগেই তামিম জানিয়েছিলেন, ''খুব সম্ভবত ২০২৩ সালের বিশ্বকাপটি আমাদের সবার জন্য অনেক বড় আসর হতে চলেছে। বিশেষ করে আমাদের চারজনের জন্য । যাদের এটিই শেষ বিশ্বকাপ বলে আমার মত । তাই আমরা সম্ভাব্য সেরা দল ও কম্বিনেশন নিয়ে এগোনোর পরিকল্পনাই করেছি ।''

 

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। চোট আঘাত বারবার তাঁর কেরিয়ারে বাধা সৃষ্টি করেছে। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দিয়েছিলেন যে কুড়ির ক্রিকেটে খেলার আর কোনও ইচ্ছে তাঁর নেই। কারণ তিনি টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে মনোনিবেশ করতে চান। ২০০৭ সালে কেনিয়ার বিরুদ্ধে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অভিষেক হয়েছিল তামিম ইকবালের। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৭৫৮ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক। তামিমের আগে রয়েছেন শুধু মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরিও রয়েছে তামিমের। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে তামিমের সরে দাঁড়ানো বাংলাদেশ ক্রিকেট দলে কতটা প্রভাব ফেলে তা দেখার।
 


আরও পড়ুন: আজ সিঙ্গাপুর ওপেনের ফাইনালে নামছেন সিন্ধু, কখন, কোথায় দেখবেন ম্যাচ?