কলম্বো: ত্রিদেশীয় টি-২০ প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে হারের পর আয়োজক দেশ শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের বিস্ফোরক ব্যাটিংয়ের ফলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। মুশফিকুর মাত্র ৩৫ বলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ৭২ রানে অপরাজিত থাকেন। ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২১৪ রান করে। কুশল মেন্ডিস ৫৭ ও কুশল পেরেরা ৭৪ রান করেন। উপুল থরঙ্গা ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। মুস্তাফিজুর রহমান তিনটি এবং মাহমুদুল্লাহ দু’টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। তামিম ইকবাল ৪৭ ও লিটন দাস ৪৩ রান করেন। এরপর চার নম্বরে ব্যাট করতে নামা মুশফিকুর দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। থিসারা পেরেরার বলে সেই রান তুলে নেন মুশফিকুর।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রান তাড়া করে এটা চতুর্থ সর্বোচ্চ জয়। বাংলাদেশ টি-২০ ম্যাচে রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় জয় পেল। সদ্য জন্মানো ছেলেকে এই জয় উৎসর্গ করেছেন মুশফিকুর।
মুশফিকুরের বিস্ফোরক ব্যাটিং, শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Mar 2018 08:19 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -