মুম্বই: নতুন চুক্তি অনুযায়ী বিসিসিআই ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ডে ফি ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করলেও, এতে সন্তুষ্ট নন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ঘরোয়া ক্রিকেটে বেতন আরও বেশি হওয়া উচিত। একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন সৌরভ।
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ডে ফি বাড়িয়ে রাহুল (বিসিসিআই সিইও রাহুল জোহরি) ও বোর্ড যে কাজ করেছে, সেটা প্রশংসনীয়। আমি গত দেড় বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের বেতন বাড়ানোর কথা বলে আসছি। তবে যারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলছে, তারা সবাই অজিঙ্ক রাহানে বা বিরাট কোহলি হয়ে উঠবে না। তাই আমি ওকে (রাহুল) অনুরোধ করব, বেতন আর একটু বাড়ানো হোক।’
সৌরভ আরও বলেছেন, ‘বর্তমান সময়ে ক্রিকেটারদের কাজ সহজ নয়। কারণ, সময় বদলে গিয়েছে, সংস্কৃতি বদলে গিয়েছে। তাই আমি আরও একবার ওর (রাহুল) সঙ্গে দেখা করব। আশা করি প্রথম শ্রেণির ম্যাচে ক্রিকেটারদের জন্য আরও কিছু আদায় করতে পারব।’
ঘরোয়া ম্যাচে ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব সৌরভের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Mar 2018 10:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -