নেলসন: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ১৪ বছর আগের পুরনো রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার (Soumya Sarkar)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে বাংলাদেশ। সেখানেই দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১৬৯ রানের ঝকঝকে ইনিংস। ম্যাচটি কিউয়িরা ৭ উইকেটে জিতে নিলেও রেকর্ড গড়লেন বাঁহাতি এই বাংলাদেশের ব্যাটার। ওপেনে নেমে শতরান হাঁকালেন তিনি। ১৫১ বলের ইনিংসে ২২টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছিলেন সৌম্য। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সচিনের রেকর্ড ভেঙে নিজের নামে একটি রেকর্ড গড়ে ফেললেন এই ৩০ বছরের ক্রিকেটার। 


উপমহাদেশের ব্য়াটারদের মধ্যে সচিন তেন্ডুলকরের ঝুলিতেই ছিল কিউয়ি ভূমিতে ওয়ান ডে-তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০০৯ সালে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার সেই ইনিংসটিকে টেক্কা দিলেন সৌম্য। এছাড়াও এদিনের ১৬৯ রানের ইনিংসটি খেলার সঙ্গে সঙ্গে আরও একটি নজির গড়লেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সৌম্যই এখন ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন এক ইনিংসে অ্যাওয়ে মাঠে খেলতে নেমে। 


 






এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। ওপেনে নামা আনামুল হক ২ রান করে ফিরে যান। এরপর বাংলাদেশের অধিনায়ক নাজামুল হোসেন শান্ত ও তারকা ব্যাটার লিটন দাস ২ জনেই ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। উল্টোদিকে অবশ্য ক্রিজে সেট হয়ে নিজের চেনা ছন্দে খেলছিলেন সৌম্য। টপ অর্ডার দ্রুত ফিরলেও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৪৫ রানের ইনিংস খেলেন। তবে জেকব ডাফি এদিন পরপর উইকেট তুলে নিতে থাকেন। শেষের দিকে মেহদি, তানজিম ও রিশাদ ও হাসান মিলে ৩৮ রান করেন। শেষ পর্যন্ত ২৯১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে ৪৬.২ ওভারে ৩ উইকেটে ২৯৬ রান তুলে নেয়। নিউজিল্যান্ড ৭ উইকেটের জয়ের সঙ্গে ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। ৮৯ রান করেন উইল ইয়ং। ৪৫ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। ৯৫ রান করে শতরানের দোরগোড়ায় থেকে আউট হন হেনরি নিকোলস।