নয়াদিল্লি: ইডেনে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে নামার আগে বাংলার পেসার মহম্মদ শামির কাছ থেকে পরামর্শ নিলেন বাংলাদেশের সিমার আবু জায়েদ। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমি শনিবার শামিভাইয়ের সঙ্গে কথা বলেছি। তাঁর সঙ্গে আমার অনেক মিল আছে। কারণ, আমরা দু’জনেই সিম ব্যবহার করি। আমি অনেকবার তাঁকে বল করতে দেখেছি। তিনি কীভাবে বোলিং করছেন, সেদিকে আমার বিশেষ নজর থাকে। আমি তাঁর সঙ্গে আমার উচ্চতা মেপে দেখেছি। তিনি আমার থেকে কিছুটা লম্বা বলেই মনে হয়। আমার মনে হয়, তাঁর মতো বোলিং করতে পারি।’
শুক্রবার থেকে শুরু হচ্ছে ইডেন টেস্ট। ভারতের মাটিতে এই প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ হতে চলেছে। ভারতীয় ক্রিকেটাররা গোলাপি বলে খেলার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও ইডেন টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত। ইন্দৌরে প্রথম টেস্টে ভাল পারফরম্যান্স দেখান জায়েদ। তিনি রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের উইকেট নেন। ইডেনেও ভাল পারফরম্যান্স দেখানোই বাংলাদেশের এই বোলারের লক্ষ্য।
শামির পরামর্শ নিয়ে ইডেনে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশের পেসার আবু জায়েদ
Web Desk, ABP Ananda
Updated at:
18 Nov 2019 06:23 PM (IST)
শুক্রবার থেকে শুরু হচ্ছে ইডেন টেস্ট।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -