ঢাকা: শাকিবের সঙ্গে দ্বন্দ্বটাই কি কাল হল তামিম ইকবালের (Tamim Iqbal) জন্য? বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর অন্তত তেমনটাই সত্যি মনে হচ্ছে। আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে নেই তামিমের নাম। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও ফেরানো হয়েছে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে। অধিনায়ক হিসেবে স্বাভাবিকভাবেই বেছে নেওয়া হয়েছে শাকিব আল হাসানকে। 


বাংলাদেশের ইতিহাসের সম্ভবত দুই সেরা ক্রিকেটার শাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যেকার ঠাণ্ডা লড়াইয়ের বিষয়ে সকলেই অবগত। বিশ্বকাপে শাকিবের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে না চাওয়ার কারণও নাকি এটাই। এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শাকিব ইতিমধ্যেই নিজের ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। বিসিবি সভাপতি নাজমুল হোসেন শান্তকে নিজের এই সিদ্ধান্তের কথা জানাতেই নাকি শাকিব তাঁর বাসভবনে দেখাও করেছিলেন। সেই বৈঠকে বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাতুরুসিংহও উপস্থিত ছিলেন বলে খবর।


আরেক রিপোর্টে দাবি করা হচ্ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের দলে তামিম নিতে আহগ্রী। এই সিদ্ধান্ত শাকিবের একেবারেই মনঃপুত হয়নি বলে দাবি করা হচ্ছে। তারকা অলরাউন্ডার বিশ্বকাপে নিজের দলে সম্পূর্ণ ফিট নন এমন কোনও খেলোয়াড়কে চান না বলেও নাকি জানিয়েছেন। এখানেই শেষ নয়, তামিমকে দলে নির্বাচিত করা হলে শাকিব বিশ্বকাপে না খেলারও আভাস পর্যন্ত দিয়ে রেখেছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। বিসিবি দলের দুই মহাতারকার এই বিবাদ কীভাবে সামাল দেয় এখন সেটাই দেখার বিষয়।


বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড: শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেনন, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।


শীর্ষে থেকেই বিশ্বকাপে নামছে ভারত









বর্তমানে আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ১১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে, অস্ট্রেলিয়া নাগাড়ে পাঁচ ম্যাচ হেরে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের দখলে বর্তমানে ১১০ রেটিং পয়েন্ট রয়েছে। তাঁরা আপাতত ব়্যাঙ্কিংয়ে তিনে। ভারতীয় দলের শীর্ষস্থান দখলে রাখার জন্য দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয়ের প্রয়োজন ছিল এবং তাঁরা ঠিক সেটাই করেছে।