ঢাকা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট চলাকালীন আম্পায়ারদের সঙ্গে কথা কাটাকাটি এবং ম্যাথু ওয়েডকে প্যাভিলিয়নের পথ দেখানোর জন্য বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের ম্যাচ ফি-র ১৫ শতাংশ অর্থ জরিমানা করা হল। তিনি এই দুটি অপরাধের জন্য এক ডিমেরিট পয়েন্টও পেয়েছেন।

আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যখন গ্লাভস বদল করতে যান, তখন আপত্তি করেন তামিম। এই বিষয়টি নিয়ে আম্পায়ারদের সঙ্গে বচসায় জড়ান তিনি। এর কিছুক্ষণ পরেই শাকিব আল হাসানের বলে আউট হন ওয়েড। তাঁর দিকে এগিয়ে গিয়ে মাঠ ছাড়তে বলেন তামিম। এই দুটি ঘটনার জন্যই তাঁর জরিমানা করলেন ম্যাচ রেফারি জেফ ক্রো। তামিম এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।