ঢাকা: প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ২-০ জিতে নিল বাংলাদেশ। প্রথম টেস্টে তবু লড়াই হয়েছিল, কিন্তু দ্বিতীয় টেস্ট একপেশে হল। তিন দিনেরও কম সময়ে ইনিংস ও ১৮৪ রানে জিতল বাংলাদেশ। ম্যাচের নায়ক বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট নিলেন। এই স্পিনারই ম্যাচের সেরা।
এই ম্যাচের প্রথম ইনিংসে ৫০৮ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ১৩৬ করেন মাহমুদুল্লাহ। শাদমান ইসলাম ৭৬, শাকিব আল হাসান ৮০ ও লিটন দাস ৫৪ রান করেন। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৯৭ রানে পিছিয়ে থেকে ফলো অন করতে নেমে আজ ২১৩ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস। শিমরন হেটমায়ার ৯৩ রান করেন। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি।
দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৮৪ রানে জয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ২-০ জিতল বাংলাদেশ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Dec 2018 03:48 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -