করাচি: পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলতে অস্বীকার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে টি-২০ সিরিজের জন্য দল পাঠানো হচ্ছে। যদিও বিসিবি-র এই সিদ্ধান্তে অখুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পিসিবি চিফ এগজিকিউটিভ ওয়াসিম খান জানিয়েছেন, ‘বিসিবি আমাদের জানিয়েছে, তারা পাকিস্তানে তিনটি টি-২০ ম্যাচ খেলতে চায় কিন্তু এখনই টেস্ট ম্যাচ খেলতে চাইছে না। আইসিসি আমাদের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনার সঙ্গে সহমত পোষণ করেছে। বিসিবি কর্তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আশা করি সমস্যা মিটে যাবে।’

এক দশকেরও বেশি সময় পরে পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরেছে। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন পাক ক্রিকেটাররা। এমসিসি জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান প্রেসিডেন্ট কুমার সঙ্গাকারার নেতৃত্বে একটি দল পাঠানো হবে পাকিস্তানে। তবে এরই মধ্যে বাংলাদেশ টেস্ট খেলতে অস্বীকার করায় অস্বস্তিতে পিসিবি।