নেপিয়ার: নিউজ়িল্যান্ড সফরে ওয়ান ডে সিরিজে পরাজয়ের ক্ষতে কি প্রলেপ দিতে পারবে টি-টোয়েন্টি সিরিজ? বাংলাদেশের (NZ vs BAN) ক্রিকেটপ্রেমীদের মনে আপাতত ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই। নিউজ়িল্যান্ড সফরে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। তবে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের পরে এবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও নিউজ়িল্যান্ডকে হারাল বাংলাদেশ।
বুধবার নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে নিউজ়িল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ড ইনিংসের শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে কিউয়িরা ৯ উইকেটের বিনিময়ে ১৩৪ রান সংগ্রহ তোলে।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে জেমস নিশাম নিশ্চিত হাফসেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৪৮ রান করে ড্রেসিংরুমে ফেরেন। ২৯ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ২২ বলে ২৩ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি ২টি চার মারেন। এছাড়া ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ১৯ রান করেন মার্ক চাপম্যান। ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৬ রান করে নট আউট ছিলেন অ্যাডাম মিলনে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৪ রান করেন ডারিল মিচেল। বাকিরা কেউই উল্লেখযোগ্য রান পাননি।
বাংলাদেশের শোরিফুল ইসলাম ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মেহেদি হাসান। ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান শাকিব ও রিশাদ হোসেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ ১৮.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ওপেন করতে নেমে লিটন দাস ৩৬ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১৫ বলে ২২ রান করেন সৌম্য সরকার। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৯ রান করে আউট হন ক্যাপ্টেন নাজমুল। ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৯ রানের যোগদান রাখেন তৌহিদ হৃদয়। ১৬ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান। ৮ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ বাংলাদেশের। সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ।
আরও পড়ুন: রঞ্জিতে মনোজই থাকছেন অধিনায়ক, টুর্নামেন্ট শুরুর আগে শাহবাজের চোট নিয়ে উদ্বেগে বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে