ঢাকা: ম্যাচ গড়াপেটার জন্য  বুকিদের প্রস্তাব। ফাঁদে পা দেননি ঠিকই,  তবে সংশ্লিষ্টমহলের কাছে সে কথা তিনি জানানওনি। আর সেই ভুলের মাশুলই এবার দিতে হচ্ছে শাকিব আল হাসানকে। এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কৃত করা হয়েছে তাঁকে। ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে আইসিসি স্বীকৃত কোনও প্রতিযোগিতাতেই খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। শাকিবের আবেদন,  সতীর্থরা, সাংবাদিক বন্ধুরা, অনুরাগীরা সহ বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদিন যেভাবে তাঁর পাশে থেকেছে, ঠিক একইরকম ভাবে এখনও যেন পাশে দাঁড়ায়। তিনি আশাবাদী যারা এতদিন তাঁর সুখে দুঃখে ছিলেন তাঁরা এই কঠিন সময়েও তাঁর পাশে থাকবেন।


ভারতে সফরের আগে শাকিবের এই শাস্তিতে স্বাভাবিকভাবেই ক্ষতবিক্ষত বাংলাদেশ ক্রিকেট। লাখো লাখো সমর্থক, বিসিবি এবং সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট দলে শাকিবের শাস্তি বিরাট প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে  সতীর্থের পাশে দাঁড়ালেন মাশরাফি মোর্তাজা এবং মুশফিকুর রহিম।


সোশ্যাল মিডিয়ায় মুশফিকুর লিখেছেন, “বিগত ১৮ বছর ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। তোমাকে ছাড়া মাঠে নামার কথা ভেবেই বিষণ্ণ লাগছে। আশা করি তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমি সবসময় তোমার পাশে আছি। গোটা বাংলাদেশ তোমার পাশে।”



একইরকম বার্তা এসেছে অভিজ্ঞ মোর্তাজার তরফেও। তিনি আশাবাদী শাকিব ফিরে আসবেন। শুধু তাই নয়, নবনির্বাচিত এই সাংসদের আশা, আগামী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসানই। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বকাপ ফাইনাল খেলবে বলেও মন্তব্য করেছেন মোর্তাজা।



প্রসঙ্গত, শাকিবের ওপর নেমে আসা এই শাস্তির কারণে আগামী বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। উল্লেখ্য, শেষ বিশ্বকাপে বাংলাদেশের এই অলরাউন্ডারের পারফর্ম্যান্স নজর কেড়েছিল গোটা বিশ্বের। ব্যাটে ৬০০ রান সঙ্গে বল হাতে ১১ উইকেট। এছাড়াও ক্রিকেট ইতিহাসে শাকিবই দ্রুততম ক্রিকেটার, যিনি একই সঙ্গে ৫০০০ রান ও ২৫০ উইকেট নিয়েছেন।