হারারে: ইতিহাস গড়ল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। প্রথমবারের জন্য ওয়ান ডে বিশ্বকাপে (world cup) খেলার যোগ্যতা অর্জন করল তারা। এর আগে টি-টোয়েন্টি (t20) বিশ্বকাপে খেললেও কোনওদিন ৫০ ওভারের বিশ্বকাপে খেলেননি সালমা খাতুনরা। বাংলাদেশ (bangladesh) মহিলা ক্রিকেট দল ছাড়াও পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজও আগামী বিশ্বকাপে খেলার জন্য নিউজিল্যান্ডের বিমান ধরতে চলেছে।
জিম্বাবোয়েতে এবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। সেখানেই গ্রুপ বি-তে শীর্ষে ছিল তারা। পাকিস্তানের মত শক্তিশালী দেশকে হারিয়ে দিয়েছিল তারা। একটি ম্যাচ বাকি ছিল। কিন্তু তার আগে করোনা থাবা দেওয়ায় তা বাতিল হয়ে যায়। যার ফলে ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বে শীর্ষে থাকায় মূলপর্বে জায়গা করে নেয়। পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল। তবে তা সত্বেও মূলপর্বে জায়গা করে নিয়েছে। আগামী বছর ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ।
কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা। এখনও পর্যন্ত বাংলাদেশ মহিলা ক্রিকেটে কারও কোনও শতরান নেই। কিন্তু এই প্রথম সেঞ্চুরি হাঁকালেন শারমিন। মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া সেই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন শারমিন।
গত মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন শারমিন আক্তার সুপ্তা। আন্তর্জাতিক ওয়ানডেতে মেয়েদের ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিলো ৭৫। রুমানা আহমেদ ও সালমা খাতুন দুই জন ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। তবে এই ম্যাচের আগে শারমিনের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৭৪। ২০১৭ সালে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ইনিংসটি খেলেছিলেন।