চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে শফিউল ইসলাম
Web Desk, ABP Ananda | 20 Apr 2017 05:48 PM (IST)
ঢাকা: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের দলে একটাই বদল হয়েছে। বেশ কিছুদিন পরে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। বাদ পড়েছেন পেসার শুভাশিস রায়। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের অন্যতম সেরা বোলার শফিউল। কিন্তু ফিটনেস সমস্যার জন্য আমরা গত কয়েকটি সিরিজের দলে ওকে রাখতে পারিনি। এখন ওকে ফিট বলেই মনে হচ্ছে। আশা করি ইংল্যান্ডের পরিবেশ ওর বোলিংয়ের পক্ষে সহায়ক হবে।’ ১ জুন থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষবার ২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। তারপর এই প্রথম এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছেন মাশরাফি মোর্তাজা, তামিম ইকবালরা। গ্রুপ এ-তে বাংলাদেশের সঙ্গে আছে আয়োজক দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১ জুন প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি শিবির করবে বাংলাদেশ। এছাড়া আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবেন মাশরাফিরা।