মুম্বই: বুধ সকালেই এমন একটা খারাপ খবর দেশের মানুষকে শুনতে হবে, তা হয়ত কেউই ভাবতে পারেননি। কিংবদন্তি সঙ্গীত শিল্পী- সুরকার বাপি লাহিড়ির মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ৬৯ বছর বয়সে প্রয়াত হলেন ডিস্কো ডান্সার, ইয়াদ আ রাহা হে গানের স্রষ্টা। কিংবদন্তি সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকজ্ঞাপন করছেন দেশের ক্রীড়া দুনিয়ার নামজাদা ব্যক্তিত্বরাও। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, হরভজন সিংহ, যুবরাজ সিংহ সবাই রয়েছেন তালিকায়। 


নিজের সোশ্য়াল মিডিয়ায় সচিন লেখেন, ''বাপিদার গান ভীষণ উপভোগ করতাম। বিশেষ করে ইয়াদ আ রাহা হে.. গানটি। আমাদের ড্রেসিংরুমে ওঁনার গান চলত। বাপিদা আপনাকে সব সময় মনে পড়বে।'' ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বলেন, "ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম আইকন। আপনাকে মিস করবে সবাই। আপনার আত্মার শান্তি কামনা করি।''







প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংহ লিখেছেন, ''বাপিদার খবরটা শুনে ভীষণ খারাপ লাগত। ওঁনার গান আমাদের ড্রেসিংরুমে বিভিন্ন সময় চলত। ওঁনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি!''


যুবরাজ সিংহ তাঁর সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''ভীষণ বাজে খবর কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ির মৃত্যুর খবরটি। ওঁনার সৃষ্টি মানুষ সারাজীবন মনে রাখবে, ভালবাসবে। ওঁনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাপ্পি দা, ওঁম শান্তি।''


সুরজগতে নক্ষত্রপতন। বুধবার নশ্বর থেকে অবিনশ্বর দেহে যাত্রা করলেন বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। অকস্মাৎ জনপ্রিয় সঙ্গীতশিল্পীর এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। আসল নাম অলকেশ লাহিড়ি। কিন্তু এরপর ধীরে ধীরে তিনি পরিচিত হতে শুরু করেন বাপি লাহিড়ি নামে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ।