বার্সেলোনা: বায়ার্ন মিউনিখের হয়ে আর খেলতে দেখা যাবে না রবার্ট লেওয়ানডস্কিকে। পোল্য়ান্ডের এই তারকা স্ট্রাইকার জার্মানির ক্লাবকে বিদায় জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে খুব তিন বছরের চুক্তিতে বার্সেলােনায় যোগ দিতে চলেছেন লেওয়ানডস্কি। বায়ার্নের সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল পোলিশ ফুটবলারের। কিন্তু তার আগেই বার্সায় যোগ দিতে চলেছেন লেওনডস্কি। 


আপাতত যা সূত্রের খবর, আগামী শনিবার স্পেনে উড়ে যাচ্ছেন লেওয়ানডস্কি। সেখানে গিয়েই তিন বছরের চুক্তি সারবেন পোলিশ স্ট্রাইকার। আগেই আভাস দিয়েছিলেন যে বায়ার্ন ছাড়ছেন, এরপর থেকেই কখনও শোনা যাচ্ছিল যে লেওয়ানডস্কি পিএসজিতে যাচ্ছেন তো কখনও চেলসিতে যেতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত ক্যাম্প ন্যুতেই যোগ দিতে চলেছেন লেওয়ানডস্কি। বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলের বাজারে লেওয়ানডস্কির এই দলবদল বিশ্ব ফুটবলে নিঃন্দেহে বড় খবর।


এর আগে ২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন লেওয়ানডস্কি। ২৫৩ ম্য়াচে মোট ২৩৮ গোল করেছিলেন তিনি। ক্লাবের হয়ে আটবার বুন্দেশলিগা জিতেছেন ও একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন লেওয়ানডস্কি। ২০২০-২১ মরসুমে বুন্দেশলিগায় ৪১ গোল করে নতুন রেকর্ড গড়েছিলেন লেওনডস্কি।


উল্লেখ্য, এ বছরই সেরা পুরুষ ফুটবলার হিসেবে ‘দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড’ পেলেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। উল্লেখ্য, ‘দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড’-এর জন্য রোনাল্ডো নিজে ভোট দিয়েছিলেন লেওয়ানডস্কিকে। এক্ষেত্রে লিওনেল মেসির ভোট যায় ক্লাব দল পিএসজি-র সতীর্থ ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের দিকে। বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের ভোটেই এই পুরস্কার প্রাপকদের নাম ঠিক হয়েছে। লেওয়ানডস্কি পেয়েছিলেন ৪৮ পয়েন্ট। ৪৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন মেসি। লিভারপুল ও মিশরের স্ট্রাইকার মহম্মদ সালাহ পেয়েছিলেন ৩৯ পয়েন্ট। তিনি  তৃতীয় স্থানে।


উল্লেখ্য, রোনাল্ডো যে ভোট দিয়েছেন, তাতে তাঁর প্রথম পছন্দের ফুটবলার ছিলেন লেওয়ানডস্কি। ম্যান ইউ তারকার দ্বিতীয় ও তৃতীয় পছন্দের ফুটবলার চেলসির দুই মিডফিল্ডার এনগোলো কন্তে ও জর্জিনহো।


আরও পড়ুন: ওয়ান ডে সিরিজের ফাঁকেই লন্ডনে ঘুরতে বেরিয়ে গেলেন রোহিত, সূর্যকুমাররা