২০০৮-২০১৬ পর্যন্ত বার্সার হয়ে মোট ৩৯১টি ম্যাচ খেলেছেন দানি। সেই ক্লাবের হয়ে ২৩টি গোল করেন। ধীরে ধীরে ক্লাবের ডিফেন্স লাইনের অন্যতম সেরা তারকা হয়ে ওঠেন আলভেস। বার্সা একাদশে প্রথম একাদশে অটোমেটিক চয়েস ছিলেন তিনই। জাভি ও আলভেস দীর্ঘ কয়েক বছর একসঙ্গে ক্লাব ফুটবলে বার্সেলোনার একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছেন।
সদ্য বার্সার কোচ নিযুক্ত হয়েছেন জাভি। রোনাল্ড কোম্যানকে সরিয়ে তাঁকে কোচ করে আনা হয়েছে। জাভিকে কোচ করতে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা। এই ব্যাপারে তিনি বাড়তি উদ্যোগ নেন। সেই উদ্যোগই এ বার সফল হচ্ছে। ২০১৯ সালে প্রথম বার আল সাদের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন জাভি। বড় ক্লাব বলতে বার্সেলোনাতেই তিনি প্রথম যোগ দিচ্ছেন। এটা জাভির কোচিং কেরিয়ারে দ্বিতীয় ক্লাব। ২০২৪ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে।
আরও পড়ুন: চমকপ্রদ পূর্বাভাস! ফিঞ্চকে কীভাবে আউট করবেন আফ্রিদি, আগেই জানতেন সচিন