ছবিতে দেখুন: বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে মেসির ষষ্ঠবার ব্যালন ডি’অর জয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Dec 2019 12:50 PM (IST)
1
সব থেকে বেশি ভোট পয়ে এই খেতাব জিতলেন লিও। ভোটে দ্বিতীয় স্থানে হল্যান্ডের তারকা ভ্যান জিক। আর এবার তৃতীয় স্থানে ছিলেন পাঁচ বার ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেন।
2
মেসিই বিশ্বের প্রথম ফুটবলার, যিনি ৬টি ব্যালন ডি’অর জিতেছেন।
3
২০১৫ সালের পর তিন বছরের অপেক্ষা, তারপর এবার ব্যালন ডি’অর জিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন মেসি।
4
২০০৯ থেকে ২০১২, একটানা ৪ বার ব্যালন ডি’অর জেতেন এই আর্জেন্তিনীয় তারকা। এরপর ২০১৫ এবং চলতি বছর ব্যালন ডি’অর জিতলেন তিনি।
5
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে ষষ্ঠবার ব্যালন ডি’অর জয় বার্সেলোনা তারকা লিও মেসির।