টেক্সাস: নামে ছিল প্রাক মরশুম ফ্রেন্ডলি ম্যাচ। তবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের (Barcelona vs Real Madrid) ম্যাচ যে আদৌ কখনও ফ্রেন্ডলি হয় না, ফের একবার হাতেনাতে তাঁর উদাহরণ পাওয়া গেল। আমেরিকায় মরশুমের প্রথম এল ক্লাসিকোয় (El Classico) রিয়ালকে ৩-০ গোলে পরাজিত করল বার্সা। কাতালান ক্লাবের হয়ে উসমান দেম্বেলে, ফার্মিন লোপেজ মার্টিন ও ফেরান তোরেস গোল করেন।


এল ক্লাসিকো মানেই টানটান উত্তেজনা, দুরন্ত ফুটবল এবং হাড্ডাহাড্ডি লড়াই। স্পেনের দুই বিখ্যাত লড়াইয়ের দিকে ফুটবল অনুরাগীদের তাকিয়ে থাকে। প্রাক মরশুম হলেও, তাই রিয়াল-বার্সার লড়াই দেখার সুযোগ হাতছাড়া করেননি যুক্তরাষ্ট্রের জনগণ। যুক্তরাষ্ট্রে এই ম্যাচের দর্শক সংখ্যা অতীতে ওই দেশে খেলা সমস্ত ক্লাসিকোর রেকর্ড ভেঙে দিয়েছে। সৃষ্টি করেছে নতুন ইতিহাস। দুই দলের ফুটবলাররা কিন্তু দর্শকদের কিন্ত হতাশ করেননি দুই দলের ফুটবলাররা। প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ হলেও এল ক্লাসিকোরচেনা ঝাঁঝ দেখা যায় এই ম্যাচে। মোট ২৭টি ফাউল এবং সাতটি হলুদ কার্ডই তার পরিচয়বাহক।


ম্যাচের শুরুতে রিয়াল ফুটবলারর ধাতস্থ হতে খানিকটা সময় লাগান। সেখানে বার্সার ফুটবলাররা শুরু থেকেই আগ্রাসী মেজাজে জয়ের জন্য ঝাঁপান। ম্যাচের ১৫ মিনিটে বার্সার দুরন্ত ফ্রি-কিক পরিকল্পনা রিয়াল রক্ষণকে বোকা বানাতে সক্ষম হয়। ইলকায় গুন্দোয়ানের ফ্রি-কিক থেকে ১৮ গজে থাকা পেদ্রির কাছে বল চলে যায়। তাঁর নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে দেন দেম্বেলে। রিয়াল কিন্তু প্রথমার্ধেই ম্যাচে ফিরে আসার সুযোগ পেয়েছিল। লস ব্লাঙ্কোস একটি পেনাল্টি পায়। তবে ভিনিসিয়াস জুনিয়ার রিয়ালের হয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন। তাঁর শট বারে লেগে বাইরে বেরিয়ে যায়। বার্সা ১-০ এগিয়ে প্রথমার্ধ শেষ করে।


দ্বিতীয়ার্ধে রিয়াল জয়ের জন্য মরিয়া ঝাঁপায়। তবে রিয়ালের চার চারটি শট বারে লেগে ফিরে আসে। তবে ম্যাচের ৮৫ মিনিটে ফের রিয়ালের রক্ষণের ত্রুটির সুযোগ নিয়ে বাঁ পায়ে দুরন্ত শটে লোপেজ বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ইনজুরি টাইমে বার্সার হয়ে ম্যাচের শেষ গোলটি করেন ফেরান তোরেস।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: লাভ হত না কোনও, দ্বিতীয় ওয়ান ডেতে বিরাট, রোহিতের অনুপস্থিতির কারণ ব্যাখা করলেন দ্রাবিড়