বার্সেলোনা : বার্সেলোনার ঘরের মাঠে গিয়ে তাদের চূর্ণ করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। করিম বেঞ্জিমার দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলে জিতে কোপা দেল রে'র ফাইনালে পৌঁছে গেল তারা। ১৯৯৫ সালের জানুয়ারির পর এই প্রথমবার রিয়ালের কাছে চার গোলের ব্যবধানে হারতে হল বার্সেলোনাকে (Barcelona)। তাও আবার নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে (Nou Camp)। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতেছে রিয়াল।


প্রথমার্ধের সংযোজিত সময়ে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়ার। যারপর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে বার্সাকে চূর্ণ করেনস করিম বেঞ্জিমা (Karim Benzema)। ম্যাচের ৫০ মিনিটের মাথায় বেঞ্জিমার প্রথম গোল। তার মিনিট আটেক পরেই পেনাল্টি থেকে তাঁর দ্বিতীয় গোল। আর খেলার ৮০ মিনিটের মাথায় ফের একবার বেঞ্জিমা-ম্যাজিক। ক্লাসিকোর মঞ্চে হ্যাটট্রিকের সুবাদে রিয়ালকে কোপা দেল রে-র ফাইনালে পৌঁছে দেন তিনি। ১৯৬৩ সালের পর এই প্রথমবার কোনও রিয়াল মাদ্রিদের ফুটবলার হ্যাটট্রিক করলেন ন্যু ক্যাম্পে। 


প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থেকে ঘরের মাঠে ক্লাসিকোয় খেলতে নেমেছিল জাভির প্রশিক্ষণাধীন বার্সেলোনা। রিয়ালের বিরুদ্ধে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে নেমে উল্টে চার গোলের লজ্জা হজম করতে হল তাঁদের। যার জেরে দুই লেগের কোপা দেল রে-র সেমিফাইনালে ৪-১ গোলের ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। আগামী ৬ মে সেভিয়ার কার্টুজা স্টেডিয়ামে ওসাসুনার বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নামবে তারা। প্রসঙ্গত, ১৯৯৫ সালের জানুয়ারি মাসের পরে দীর্ঘ ২৮ বছর পরে বার্সেলোনাকে চার গোলের ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। 


কার্লো আন্সেলোত্তির প্রশিক্ষণাধীন রিয়ালের কাছে বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনা কোচ জাভি বলেছেন, 'প্রথমার্ধে ভাল ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে পারিনি আমরা। আর দ্বিতীয় গোলটার পর ফল ভুগতে হয়েছে আমাদের। আর আগেও বহুবার বলেছি, রিয়াল ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল। তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল।' অপরদিকে, বেঞ্জিমার প্রশংসা করে আন্সেলোত্তির বক্তব্য, পুরো ফিট থাকলে ও কী করতে পারে, সেটা ফের একবার দেখিয়ে দিল। আশা রাখি আরও ব্যালন ডি'ওর উঠবে ওঁর ঝুলিতে। 






আরও পড়ুন- আইপিএল উপহার! ইডেনে ম্যাচ শেষ হওয়ার পর মেট্রোর বিশেষ পরিষেবা