কলকাতা: রাত পোহালেই শহর কলকাতায় আইপিএল উৎসব। প্রায় চার বছর পর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আর প্রথম ম্যাচেই ধুন্ধুমার ক্রিকেটীয় যুদ্ধ। কারণ, বৃহস্পতিবার ইডেনে কেকেআরের সামনে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 


আর ক্রিকেট উন্মাদনার পারদ তুঙ্গে উঠতেই সুখবর দিল মেট্রো রেলওয়ে। জানিয়ে দেওয়া হল, ইডেনে আইপিএলের ম্যাচ শেষ হওয়ার পর বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেলওয়ে। চলবে স্পেশ্যাল রেক।


ইডেনে এবারের আইপিএলে ৭টি ম্যাচ হবে। যার মধ্যে একটি ম্যাচ রয়েছে বিকেলে। ৩.৩০ থেকে সেই ম্যাচটি খেলবে কেকেআর। বাকি ৬ ম্যাচই হবে রাতে। খেলা শুরু হবে সাড়ে সাতটায়। শেষ হবে প্রায় এগারোটা। অত রাতে ম্যাচ শেষ হওয়ার পর বাড়ি ফিরতে সমস্যায় পড়েন ক্রিকেটপ্রেমীরা।


তাঁদের কথা ভেবেই মেট্রো রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে, ইডেনে ম্যাচের দিন বিশেষ পরিষেবা দেওয়া হবে। ঠিক হয়েছে, ৬, ১৪ ও ২৩ এপ্রিল এবং ৮, ১১ ও ২০ মে কেকেআরের ম্য়াচ শেষ হওয়ার পর বিশেষ রেক চালাবে মেট্রো রেলওয়ে। সময়সূচি কী?


জানানো হয়েছে, এসপ্ল্যানেড মেট্রো থেকে রাত ১২.১৫তে একটি ট্রেন ছাড়বে। সেটি দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১২.৪৮-এ। এসপ্ল্যানেড থেকে রাত ১২.১৫তে আর একটি ট্রেন কবি সুভাষের দিকে রওনা হবে।


 



রাসেলের নতুন হেয়ারস্টাইল


চার বছর আগের এক এপ্রিল। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সেদিন ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন তিনি। নেমেছিলেন তিন নম্বরে। তারপর কী হয়েছিল?


গ্যালারিতে উড়ে গিয়েছিল আটটি ছক্কা। বাউন্ডারি লাইনে আছড়ে পড়েছিল ৬টি চার। ৪০ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলিং আক্রমণকে তছনছ করে দিয়েছিলেন।


চার বছর পর ফের এক এপ্রিল। ইডেন গার্ডেন্সে ফের নামছেন তিনি। আন্দ্রে রাসেল (Andre Russell)। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য সমর্থকেরা যাঁকে মাসল রাসেল বলে ডাকেন।         


                   


আর পয়মন্ত ইডেনে ক্যারিবিয়ান সুপারস্টার নামছেন নতুন চেহারায়। হেয়ারস্টাইল বদলে ফেলেছেন রাসেল। বলা ভাল, চুলে নতুন রং করিয়েছেন। তাঁর সেই কালো মোহক গায়েব। মাথার ওপর খেলা করছে সাদা মোহক। যে কোনও টুর্নামেন্টে হেয়ারস্টাইল বদলে নামার রেওয়াজ মেনে চলেন রাসেল। এবারও তার অন্যথা হয়নি।


আরও পড়ুন: রাসেল-ঝড় থামাতে বিশেষ পরিকল্পনা? বোলিং কোচের নির্দেশের অপেক্ষায় আকাশ