ন্যু ক্যাম্প: লিওনেল মেসি (Lionel Messi) ক্লাব ছাড়ার পর থেকেই যেন ট্রফি ভাগ্যও ছেড়ে গিয়েছিল। অবশেষে শাপমোচন হল। লা লিগা জিতল বার্সেলোনা (Barcelona)। আর খুশির দিনে ফের ঘুরেফিরে এল মেসির নাম।


রবিবার এসপ্যানিয়লকে হারানোর পরেই পয়েন্ট টেবিলে বাকি সব দলের ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সেলোনা। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ফারাক দাঁড়ায় ১৪। যা ৪ ম্যাচ জিতলেও টপকাতে পারবে না চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সেই কারণে চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সেলোনা। এই জয়ের নেপথ্যে বড় কারণ বার্সার এল ক্লাসিকো জয়। সেখানেই লিগের ফয়সালা অনেকটাই করে ফেলেছিলেনন রবার্ট লেয়নডস্কিরা।


একটা সময় বার্সেলোনার পুরো দলটার নিউক্লিয়াস ছিলেন মেসি। ২০১৮ সালের আগে বার্সাকে লিগ জেতাতে প্রধান ভূমিকা নিতেন আর্জেন্তিনা ফুটবলের সুপারস্টার। সঙ্গে ছিলেন জাভি ও ইনিয়েস্তা। মেসির আগেই দুই ফুটবলার অবসর নেন। ২০২১ সালে মেসিও বার্সা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সঁ জরমঁ-তে যোগ দেন। তার পর থেকেই যেন ট্রফি ভাগ্য ছেড়ে যায় বার্সাকে। লাগাতার ব্যর্থতা। এই পরিস্থিতিতে বার্সার লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা জাভির উপরেই দায়িত্ব দেন ক্লাবের কর্তারা। জাভির দলে লেয়নডস্কির মতো অভিজ্ঞ স্ট্রাইকারের পাশাপাশি গাভি, পেদ্রি, রাফিনহার মতো তরুণদের নিয়ে আসেন তিনি। তাঁরাই আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন।


ম্যাচ জয়ের পর বার্সা কোচ জাভি বলেছেন, 'বেশ কয়েক বছর আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। তাই আমরা চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। ছেলেরা নিজেদের সেরাটা দিয়েছে গোটা মরসুম জুড়ে। তার ফল আজ আমরা পেয়েছি। সেলিব্রেশন হবে এটাই স্বাভাবিক। কারণ ছেলেরা গোটা মরসুম জুড়ে যেভাবে পরিশ্রম করেছে তার ফল ওরা হাতে নাতে পেয়েছে। আমিও খুব খুশি।'


 






আর ট্রফি জয়ের পরই মেসিকে ক্লাবে ফেরানোর অঙ্গীকার করেছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তিনি বলেছেন, 'নতুন মরসুমের দলগঠন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। শক্তিশালী দল গড়তে হবে। মেসিকে বার্সেলোনায় ফেরোনার জন্য সবরকম চেষ্টা করব।'


আরও পড়ুন: ভক্তদের চিৎকারে প্রশ্নই শুনতে পেলেন না ধোনি, ঘটালেন অভিনব ঘটনা



আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক