নয়াদিল্লি: পাক ক্রিকেট দলে ধর্মীয় বিশ্বাসের কারণে বৈষম্যের শিকার হয়েছিলেন দানিশ কানেরিয়া। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার গত মাসেই এই চাঞ্চল্যকর দাবি করেছিলেন। এবার পাকিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বললেন, যে খেলোয়াড়রা কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছিলেন, তাঁদের নাম বলুন শোয়েব আখতার।
পাক দলের প্রাক্তন স্পিনার কানেরিয়া শোয়েব আখতারের দাবি সঠিক বলে জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক ও মহম্মদ ইউনিসের মতো খেলোয়াড়রা অবশ্য তাঁর পাশেই ছিলেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাসিত আলি বলেছেন, ‘কানেরিয়া জানিয়েছেন যে, পরে তিনি যারা তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছিল, তাদের নাম জানাবেন। কানেরিয়ার এই বক্তব্যে আমি অবাক। শোয়েবের তো কোনও ধরনের প্রচারের প্রয়োজন নেই। তাঁ প্রচুর অনুরাগী রয়েছেন এবং সবসময়ই থাকবেন। কিন্তু শোয়েবের উচিত ওই খেলোয়াড়দের নাম জানানো। আমি যখন খেলেছি, তখন দলে ধর্মের ভিত্তিতে বৈষম্য ছিল না’।
যারা কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছিল, তাদের নাম জানাক শোয়েব: বাসিত আলি
ABP Ananda web desk
Updated at:
07 Jan 2020 11:07 AM (IST)
পাক ক্রিকেট দলে ধর্মীয় বিশ্বাসের কারণে বৈষম্যের শিকার হয়েছিলেন দানিশ কানেরিয়া। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার গত মাসেই এই চাঞ্চল্যকর দাবি করেছিলেন। এবার পাকিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বললেন, যে খেলোয়াড়রা কানেরিয়ার সঙ্গে বৈষম্য করেছিলেন, তাঁদের নাম বলুন শোয়েব আখতার।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -