নয়াদিল্লি: দুর্নীতিতে অভিযুক্ত সুরেশ কলমডি ও অভয় চৌতালাকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের(আইওএ) আজীবন সাম্মানিক সভাপতি করার সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করলেন অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি বাত্রা আগেই আইওএ-র এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু কলমডি সরে দাঁড়ালেও, চৌতালা পদ আঁকড়ে আছেন। আইওএ-ও সিদ্ধান্ত প্রত্যাহার করেনি। সেই কারণেই পদত্যাগ করলেন বাত্রা।


আইওএ সভাপতি এন রামচন্দ্রন ও সচিব রাজীব মেহতাকে লেখা চিঠিতে বাত্রা বলেছেন, ‘বার্ষিক সাধারণ সভার তিন দিন পরেও আইওএ আজীবন সভাপতি পদে প্রস্তাবিত নাম প্রত্যাহার করেনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি এবং প্রতিবাদ জানিয়ে আমি পদত্যাগ করছি।’

বাত্রা আরও বলেছেন, আইওএ-র বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছেন তিনি। বার্ষিক সাধারণ সভার সাত দিন আগেও কেউ আজীবন সভাপতি নির্বাচনের বিষয়ে কিছু জানতেন না। তিনি এই সিদ্ধান্ত সমর্থন করেননি। সভার শেষমুহূর্তে এই প্রস্তাব পেশ করা হয়। সদস্যদের সম্মতি না নিয়েই এক মিনিটের মধ্যে প্রস্তাব পাশ করিয়ে নেওয়া হয়। এই ঘটনায় আমি মর্মাহত। সেই কারণেই পদত্যাগ করছি।