এমন নয়, নাসা এ ধরনের ছবি প্রথমবার প্রকাশ করল। এর আগেও নাসার প্রকাশিত ছবিতে চামচের মতো বস্তু দেখা গিয়েছিল। এছাড়াও আংটি ও দস্তানার মতো দেখতে কিছু বস্তুর ছবিও দেখা গিয়েছিল।
নাসার রোভারের ওই ছবি ইউটিউবে ইউএফও হান্টার অ্যাকাউন্টে তোলার পর তা প্রথম নজরে আসে। ডেসক্রিপশনে লেখা হয়, ‘মঙ্গলে দৈত্যকায় চামচ! এটা খুবই চমকপ্রদ! সম্ভবত লুপ্ত কোনও সভ্যতার অবশেষ!’