ব্র্যাডম্যান, সঙ্গাকারা, লারা ও পন্টিংদের তালিকায় এবার বিরাটও
রিকি পন্টিং ১৩ বার একটি টেস্টে ২০০ বা তার বেশি রান করে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডন ব্র্যাডম্যান ১৪ বার কোনও একটি টেস্টে ২০০ বা তার বেশি রান করেছেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান ব্রায়ান লারা। তিনি ১৫ বার কোনও একটি টেস্টে ২০০ বা তার বেশি রান করেছেন।
কোহলি এখনও পর্যন্ত বারো বার টেস্ট ক্রিকেটে এই কৃতিত্ব গড়েছেন। এই তালিকায় তাঁর স্থান পঞ্চম।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বার কোনও একটি টেস্টে ২০০ বা তার বেশি রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা। তিনি ১৭ বার কোনও একটি টেস্টে ২০০ বা তার বেশি রান করেছেন।
আর মাঠে রেকর্ড কিং কোহলি থাকলে তো পরিসংখ্যানের দিকে চোখ পড়বেই। কোহলি এই ম্যাচে দুটি ইনিংসে ২০০ রান করেছেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বার কোনও টেস্টে ২০০ বা তার বেশি রান সংগ্রহকারী একমাত্র কোহলি।
চলতি সিরিজের তৃতীয় দিনে সাত উইকেটে ৩৫২ রানে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে ভারত। ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ৫২১ রান। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২৩।
অধিনায়ক বিরাট কোহলির কেরিয়ারের ২৩ তম সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্টব্রিজ টেস্টে ম্যাচের রাশ এখন ভারতের হাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -