সানরাইজার্স হায়দরাবাদের কোচ ট্রেভর বেলিস
Web Desk, ABP Ananda | 18 Jul 2019 07:19 PM (IST)
টম মুডির বদলে হায়দরাবাদের কোচ হচ্ছেন বেলিস।
হায়দরাবাদ: কলকাতা নাইট রাইডার্স নয়, সানরাইজার্স হায়দরাবাদের কোচ হলেন ট্রেভর বেলিস। গতকাল শোনা গিয়েছিল, পরবর্তী আইপিএল-এ ফের শাহরুখ খানের দলে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ বেলিস। কিন্তু আজ জানা গেল, তিনি হায়দরাবাদে যাচ্ছেন। টম মুডির বদলে হায়দরাবাদের কোচ হচ্ছেন বেলিস। সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অনেক ভেবে-চিন্তে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি প্রধান কোচের বিষয়ে নতুন পথে চলার সিদ্ধান্ত নিয়েছে। টম মুডির সঙ্গে সম্পর্ক ছেদ করা হচ্ছে। ট্রেভর দু’বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতেছেন। তিনি সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশ লিগও জিতেছেন। তিনি নিজেকে বিজয়ী হিসেবে প্রমাণ করেছেন। আমাদের মনে হয়েছে, তাঁর সাফল্যের ট্র্যাক রেকর্ড সানরাইজার্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ।’