মুম্বই: ফের একবার বাবা হলেন বলিউড তারকা অর্জুন রামপাল। বৃহস্পতিবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেস। বুধবার হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন গ্যাব্রিয়েলা। তাঁকে দেখতে হাসপাতালে এসেছিল অর্জুনের দুই মেয়ে মাহিকা ও মীরা। গ্যাব্রিয়েলাকে দেখতে হাসপাতালে এসেছিলেন তাঁর মা-বাবাও।
প্রেমিকা গ্যাব্রিয়েলা সন্তানসম্ভবা, গত এপ্রিলে সর্বপ্রথম এই খবর দিয়েছিলেন অর্জুন নিজেই। ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি দিয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন অনুষ্ঠানেই তাঁর বেবিবাম্পের ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হতে থাকে। তিন মাসের মধ্যেই অর্জুনের পরিবারে নতুন সদস্য নিয়ে এলেন গ্যাব্রিয়েলা।