হোবার্ট হ্যারিকেন্সের বিরুদ্ধে ম্যাচে ব্রিসবেন হিটসের বেন লাফলিন নিজের বলেই শূন্যে শরীর ছুঁড়ে অসাধারণ একটি ক্যাচ ধরলেন। তাঁর এই ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন হ্যারিকেন্সের ব্যাটসম্যান ক্লাইভ রোস।
বিগ ব্যাশের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে লাফলিনের ওই ক্যাচের ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিও দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীরা লাফলিনের ক্যাচের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে হ্যারিকেন্স নয় উইকেটে করে ১২৬ রান। তাদের ম্যাথু ওয়েড সর্বাধিক ৬১ রান করেন। রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হাতে নিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রিসবেন হিটস।