নয়াদিল্লি: হৃতিক রোশন, বলিউডের ‘গ্রিক গড’ আজ তাঁর জীবনের ৪৬তম বসন্তে পা রাখলেন। আর তাঁর জন্মদিনে তাঁকে ‘বেস্ট ড্যাডি অ্যাওয়ার্ড’ দিলেন প্রাক্তন স্ত্রী সুজান খান। জন্মদিনে সুপারস্টার হৃতিকের ঘুম ভেঙেছে সুজানের উষ্ণ অভ্যর্থনায়। ইনস্টাগ্রামে দুই ছেলে হৃয়ান ও হৃধানের সঙ্গে হৃতিকের একটি ভিডিও কোলাজ পোস্ট করেছেন সুজান। সঙ্গে লিখেছেন, শুভ জন্মদিন হৃ... আমার দেখা সবথেকে অত্যাশ্চর্য মানুষ। তোমার জীবনের সেরা দিনগুলোর আসা এখনও বাকি আছে। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘বেস্ট ড্যাডি অ্যাওয়ার্ড’ এবং ‘বেস্ট ফিলোজফার’।
প্রসঙ্গত, ২০০০ সালে বিয়ে করেন হৃতিক ও সুজান। হৃয়ান ও হৃধান নামের তাঁদের দুটি সন্তানও রয়েছে। ২০১৪ সালে বিচ্ছেদের পর দুই সন্তানই হৃতিকের সঙ্গে থাকে। তবে রোশন পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে সুজানের। সম্প্রতি হৃতিক, দুই ছেলে ও রোশন পরিবারের সঙ্গে সুজানকে ছুটি কাটাতেও দেখা গিয়েছে। হৃতিকের প্রাক্তন পত্নী নিজে সেই ছবিও পোস্ট করেন।