ইন্দোর: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মুকুটে যোগ হল নতুন পালক। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে দ্রুততম ১০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন তিনি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের পথে কোহলি অপরাজিত ৩০ রান করেছেন। অধিনায়ক হিসেবে কোহলি তাঁর ৩০ তম টি ২০ ইনিংসে ১ হাজার রানের মাইলস্টোনে স্পর্শ করেছেন। মহেন্দ্র সিংহ ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টি ২০ তে ১০০০ রান পূর্ণ করলেন কোহলি। ধোনি অধিনায়ক হিসেবে ৬২ টি ২০ ম্যাচে করেছেন ১১১২ রান। সামগ্রিকভাবে এই তালিকায় ষষ্ঠ স্থানে কোহলি।
এই তালিকায় অন্যান্য যে অধিনায়করা রয়েছেন, তাঁরা হলেন, ফাফ ডুপ্লেসিস (৪০ ম্যাচে ১২৭৩ রান), কেন উইলিয়ামসন (৩৯ ম্যাচে ১০৮৩ রান), ইয়ন মর্গ্যান (৪৩ ম্যাচে ১০১৩ রান), আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড (৫৬ ম্যাচে ১০০২ রান)।
হোলকার স্টেডিয়ামে দাপুটে জয় পেয়েছে ভারত। টি ২০ তে সর্বাধিক রান সংগ্রহের ক্ষেত্রে সহ খেলোয়াড় রোহিত শর্মাকে টপকে গেলেন কোহলি। রোহিতকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। টি ২০-তে ৭১ ইনিংসে কোহলির সংগ্রহ ২৬৩৩ রান।
২০১৯ সাল রোহিত ও কোহলি যুগ্মভাবে টি ২০-তে সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে শেষ করেন। তাঁদের দুজনেরই মোট রান ছিল ২৬৩৩।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে ভারত। সিরিজের শেষ ম্যাচ আগামী শুক্রবার পুনে। গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচ পিচ ভেজা থাকায় ভেস্তে গিয়েছিল।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি ২০-তে দ্রুততম হাজার রান কোহলির
ABP Ananda web desk
Updated at:
08 Jan 2020 02:16 PM (IST)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মুকুটে যোগ হল নতুন পালক। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে দ্রুততম ১০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন তিনি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের পথে কোহলি অপরাজিত ৩০ রান করেছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -