ঢাকা: আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানে দু’টি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে যাওয়ার কথা থাকলেও, কোনও ক্রিকেটারকে পাকিস্তান সফরে যেতে বাধ্য করা হবে না বলে জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের পাকিস্তানে যেতে বাধ্য করতে পারি না। যদি কোনও খেলোয়াড় যেতে না চায়, তাহলে সে যাবে না। আমরা কাউকে চাপ দেব না। তবে এখনই বিকল্প দল বাছাইয়ের কথা ভাবার সময় আসেনি। সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে।’
এর আগে বাংলাদেশের মহিলা দল ও অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তান সফরে গিয়েছিল। এবার সিনিয়র দলেরও পাক সফরে যাওয়ার কথা। তবে তার আগে সরকারের কাছ থেকে নিরাপত্তার বিষয়ে সবুজ সঙ্কেতের অপেক্ষায় বিসিবি। ক্রিকেটারদের মতামতও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নাজমুল।
ক্রিকেটারদের পাকিস্তান সফরে যেতে বাধ্য করা হবে না, জানিয়ে দিলেন বিসিবি সভাপতি
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2019 08:36 PM (IST)
এর আগে বাংলাদেশের মহিলা দল ও অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তান সফরে গিয়েছিল। এবার সিনিয়র দলেরও পাক সফরে যাওয়ার কথা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -