চাপের মুখে শ্রেয়স-পন্থের লড়াকু ইনিংস, ভারত ২৮৭/৮
Web Desk, ABP Ananda | 15 Dec 2019 05:43 PM (IST)
এই দুই ব্যাটসম্যানের জুটিতে যোগ হয় ১১৪ রান।
ছবি সৌজন্যে ট্যুইটার
চেন্নাই: টানা ব্যর্থতার জন্য সমালোচিত হলেও, শেষপর্যন্ত নিজের জাত চেনালেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে চাপের মুহূর্তে তিনি ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। শ্রেয়স আয়ারও ৭০ রান করেন। এই দুই ব্যাটসম্যানের জুটিতে যোগ হয় ১১৪ রান। মূলত তাঁদের জন্যই বড় রান করতে পারল ভারত। ৮ উইকেটে ২৮৭ রান জেতার মতোই। ভারতের বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারলে জয় কঠিন হবে না। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরেন পোলার্ড। শুরুতেই ফিরে যান ভারতের ওপেনার লোকেশ রাহুল (৬) ও অধিনায়ক বিরাট কোহলি (৪)। ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই অবস্থায় রোহিত শর্মার (৩৬) সঙ্গে জুটি বেঁধে দলকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান শ্রেয়স। পরে তিনি ঋষভের সঙ্গে মিলে দলের রান বাড়ান। শেষদিকে কেদার যাদব করেন ৪০ রান। রবীন্দ্র জাডেজা ২১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেলডন কট্রেল ও আলজারি জোশেফ দু’টি করে উইকেট নেন।