মুম্বই: আগামী তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের মূল স্পনসর হিসেবে দেখা যাবে ড্রিম ইলেভেনকে। গত মার্চেই বাইজুসের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে বিসিসিআই। আর এদিনই নতুন টাইটেল স্পসনরের নাম ঘোষণা করে ফেলল তারা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থেকেই রোহিত, রাহানে, বিরাটদের জার্সিতে দেখা যাবে ড্রিম ইলেভেনের লোগো। এমনকী ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ পুরোটাই ড্রিম ইলেভেনই টাইটেল স্পনসর হিসেবে থাকছে।


বিসিসিআই সভাপতি রজার বিনি এই বিষয়ে বিবৃতিতে জানিয়েছেন, ''ড্রিম ইলেভেনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বিসিসিআইয়ের অফিশিয়াল স্পনসর থেকে এখন তাঁরা ভারতীয় ক্রিকেটের টাইটেল স্পনসর। ভারতীয় ক্রিকেটের উন্নতিতে একে অপরের ওপর বিশ্বাস, ভালবাসা বজায় রেখে বিসিসিআই ও ড্রিম ইলেভেন একসঙ্গে কাজ করবে। সময়ের সঙ্গে সঙ্গে ড্রিম ইলেভেনের সঙ্গে বোর্ডের সম্পর্ক শক্তিশালী হচ্ছে। ড্রিম ইলেভেনের সাহায্যে বিশ্বকাপটাও ভালভাবে আয়োজন করতে চাই।'' ঠিক কত টাকার চুক্তি হয়েছে তা অবশ্য জানা যায়নি।


দল নির্বাচন নিয়ে কী বললেন লালচাঁদ রাজপুত?


ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়ার পর থেকেই নির্বাচকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সুনীল গাওস্করের মত কিংবদন্তিও পূজারার মত অভিজ্ঞ ব্যাটারকে বাদ দেওয়া নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২টো ইনিংসে ব্যর্থতার জন্য কেন এভাবে গোটা সিরিজ থেকে বাদ দেওয়া হল পূজারাকে, তা নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন। তবে নির্বাচকদের পাশে দাঁড়িয়ে পূজারাকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ দেওয়াকেই সমর্থন করলেন লালচাঁদ রাজপুত। 


এক সাক্ষাৎকারে লালচাঁদ রাজপুত বলেন, ''আমার মনে হয় এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। আমাদের ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রাখতে হবে। এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারদের তুলে আনতে হবে এখনই। ওদের আন্তর্জাতিক মঞ্চে হাত পাকানোর সুযোগ দিতে হবে। আশা করি আরও অসংখ্য তরুণ প্লেয়ার জাতীয় দলের জার্সিতে আগামীতে খেলবে। আর রুতুরাজ ও জয়সওয়াল তো প্রচুর রান করে এসেছে ঘরোয়া ক্রিকেটে। তাই ওরা টেস্ট ক্যাপ পাওয়ার যোগ্য দাবিদার।'' রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফর্ম করার পরও জাতীয় দলে সরফরাজ খানের ডাক না পাওয়ায় অবশ্য কিছুটা অবাক প্রাক্তন এই জাতীয় ক্রিকেটার। তিনি বলছেন, ''তিন বছর ধরে টানা পারফর্ম করে আসার পরও যদি জাতীয় দলে না সুযোগ মেলে তবে কোনও কারণ নিশ্চয় আছে। কিন্তু ঠিক কেন ওকে নেওয়া হল না তা আমিও জানি না। তবে আমিও মনে করি সরফরাজের সুযোগ পাওয়া উচিত ছিল।''