হাংঝু: এশিয়ান মিক্সড ডাবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান বজায় রেখে সোনা জিতলেন দীপিকা পড়িক্কল ও হরিন্দরপাল সিংহ সান্ধু। চিনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে তাঁরা হারিয়ে দিলেন তৃতীয় বাছাই জুটি মালয়েশিয়ার ইভান ইউয়েন এবং রাচেল আর্নল্ডকে ২-০ ব্য়বধানে। সেমিফাইনালে পাকিস্তানের জুটিকে ছিটকে দিয়ে ফাইনালে পা রেখেছিলেন দীপিকা ও হরিন্দরপাল সিং সান্ধু। অন্য একটি খেলায় ভারতের আরেক জুটি অনাহাত সিংহ ও অভয় সিংহ ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। ভারত তাদের টুর্নামেন্ট শেষ করল ২টো পদক জিতে। দীপিকার সাফল্যে খুশি তাঁর স্বামী জাতীয় দলের ক্রিকেটার দীনেশ কার্তিকও। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, ''আমি ভীষণ খুশি''।


 



রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সোশ্যাল মিডিয়াতেও এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে দীপিকা, হরিন্দর, অভয়দের। উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে প্রথমবার স্কোয়াশের অন্তর্ভূক্তি হয়। আর এবারের এশিয়া কাপেই প্রথমবার মিক্সড ডাবলসের অন্তর্ভূক্তি হতে চলেছে। তারই প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। মোট ১০টি দেশের প্রতিযোগিরা অংশ নিয়েচিল এই টুর্নামেন্টে। 


 






সিকিমে আর্চারি অ্যাকাডেমি শুরু তরুণদীপ রাইয়ের


সিকিমে তিরন্দাজি অ্যাকাডেমি শুরু করলেন পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত তীরন্দাজ তরুণদীপ রাই। নামচিতে তাঁর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ গোলে। তরুণদীপ রাই নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তরুণদীপ রাই বলেছিলেন যে এই অ্যাকাডেমি এমন খেলোয়াড় তৈরি করবে যাঁরা দেশ এবং সিকিমকে গর্বিত করবে। তরুণদীপ বলেন, ''এটা আমার জন্য বিশাল সম্মানের ব্যাপার যে আমার নামে এই অ্যাকাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। কিন্তু আমাদের কাজ এখান থেকেই শুরু হল। গোটা সিকিমের প্রচুর ছেলেমেয়ে রয়েছে, যাঁদেরকে আমরা এই অ্যাকাডেমিতে সঠিকভাবে প্রস্তুতির সুযোগ করে দিতে চাই। আমাদের সিকিমের বাচ্চাদের কোনকিছুতে কমতি নেই। শুধু পরিকাঠামোর অভাব ছিল। আমি আশা করি যে এই অ্যাকাডেমি থেকেও প্রচুর ছেলে মেয়ে ভবিষ্যতে সিকিম ও দেশের মুখ উজ্জ্বল করবে।''