মুম্বই: উৎসবের মরসুমে ঘরোয়া ক্রিকেটারদের জন্য সুখবর দিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও জয় শাহদের (Jay Shah) ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর কথা ঘোষণা করল বোর্ড (BCCI)।
সিনিয়র বিভাগে যে সমস্ত ক্রিকেটার অন্তত ৪০টি ম্যাচ খেলেছেন, তাঁদের ম্যাচ ফি বাড়িয়ে করা হল ৬০ হাজার টাকা। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে করা হল ২৫ হাজার টাকা। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে করা হল ২০ হাজার টাকা।
পাশাপাশি যে সমস্ত ক্রিকেটার ২০১৯-২০ মরসুমে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন, তাঁদের জন্য স্বস্তির খবর দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। করোনার জন্য গত মরসুমে রঞ্জি ট্রফি হয়নি। শুধুমাত্র বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন ঘরোয়া ক্রিকেটারেরা। কারণ ঘরোয়া ক্রিকেটে খেলা বেশিরভাগ ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস রঞ্জি ট্রফি। যদিও বোর্ড সচিব জানিয়েছেন, ২০১৯-২০ মরসুমে যাঁরা ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন, তাঁদের গত মরসুমের ক্ষতিপূরণ হিসাবে ম্যাচ ফি-রল পঞ্চাশ শতাংশ দেওয়া হবে।
পুরনো বেতন কাঠামোয় সিনিয়র ক্রিকেটারেরা প্রত্যেক রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফির ম্যাচের জন্য ৩৫ হাজার টাকা পেতেন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির প্রত্যেক ম্যাচের জন্য ১৭ হাজার পাঁচশো টাকা করে পেতেন।
বোর্ড সচিব ট্যুইট করে জানান, করোনার জন্য ব্যহত ২০২০-২১ মরসুমের জন্য ২০১৯-২০ মরসুমে মাঠে নামা ক্রিকেটাররা বাড়তি ৫০ শতাংশ ম্যাচ ফি ক্ষতিপূরণ পাবেন। তিনি এও জানান, ৪০টির বেশি ম্যাচ খেলা সিনিয়র ক্রিকেটারদের ৬০ হাজার টাকা, অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের ২৫ হাজার টাকা ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
করোনা অতিমারির জন্য ২০২০-২১ মরসুমের সব টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব না হওয়ায় বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শেষমেশ কথা রাখল ভারতীয় বোর্ড।