সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডুয়া: মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শুভ মান (১৮)। আজ, সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েতের অন্তর্গত দমদমা গ্রামে। স্থানীয় বাসিন্দারা তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 'নিজের বাড়িতে মোবাইলে চার্জ দিতে যায় সেই সময়ে বিদ্যুৎপৃষ্ঠ হয় শুভ। তড়িঘড়ি তাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে'। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। তার মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।


গত অগাস্টের শেষদিকে মহরমের দিন বিদ্যুৎপৃষ্ট হয় বেশ কয়েকজন। মালদার ইংরেজবাজার থানার মিল্কি আটগামার ঘটনা। আহতদের মধ্যে ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহরমের লাঠি খেলার সময় ১১ হাজার ভোল্টের তারে মহরমের লাঠি ঠেকে যায়। ফলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে যান পাঁচজন। এরপর স্থানীয়রা কোনওরকমে ওই ৫ জনকে উদ্ধার করে প্রথমে মিলকি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সেখানে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


এই ঘটনার দু'দিন আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পানাগর শিল্প তালুকের গ্লোবাস স্প্রিট লিমিটেড' নামের একটি বেসরকারী মদ প্রস্তুত কারখানায়। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ। বছর পঁচিশের মৃত আলাউদ্দিন শেখের বাড়ি বুদবুদের শোলাগড়ে। 


অন্যদিকে জুলাই মাসেও কলকাতায় আলিপুর আদালত চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হন ২ আইনজীবী ও আদালতের ১ কর্মী। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রবল বৃষ্টিতে জল থইথই আলিপুর আদালত চত্বরে ঘটে যায় বিপদ। বৃষ্টির জেরে এজলাসের পাশে টিনের শেডে বিদ্যুৎ সংযোগ ছিল।  আচমকাই শেডের ধারে লোহার পাইপে হাত পড়তেই বিদ্যুৎস্পষ্ট হন আইনজীবী সুপ্রতিম বারিক। তাঁকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন সহকর্মী অরোদীপ মুখোপাধ্যায়।


আরও পড়ুন: মুর্শিদাবাদের বাঁশবাগান খুঁড়ে উদ্ধার জারভর্তি বোমা


আরও পড়ুন: Kolkata: শিক্ষিকাকে বাইরে ডেকে বাড়িতে চুরি ছাত্রীর মায়ের, সিসি ক্যামেরার ফুটেজে পর্দাফাঁস