নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে শুভমন, প্রত্যাবর্তন পৃথ্বীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Feb 2020 10:21 AM (IST)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাটে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হল। চোটের জন্য নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজের মতো টেস্ট সিরিজেও দলে নেই রোহিত শর্মা। দলে প্রত্যাবর্তন পৃথ্বী শ-র।
মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাটে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হল। চোটের জন্য নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজের মতো টেস্ট সিরিজেও দলে নেই রোহিত শর্মা। দলে প্রত্যাবর্তন পৃথ্বী শ-র। অন্যদিকে, একদিনের দলে নির্বাচিত হওয়ার পর শুভমন গিল প্রথমবার টেস্ট দলেও প্রথমবার জায়গা পেলেন। টি ২০ সিরিজে দুরন্ত পারফর্ম করা কেএল রাহুলকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। উল্লেখ্য, পৃথ্বী শ ভারতের হয়ে শেষবার ২০১৮-র অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন। পৃথ্বী এখনও পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন। দুটি টেস্টে তাঁর মোট রান ২৩৭।এরমধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি। এরপর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ছিলেন। কিন্তু চোটের কারণে টেস্ট সিরিজ শুরুর আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন। পরে ডোপিংয়ের অভিযোগে গত বছর ওপর আটমাস নির্বাসিত হতে হয় তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে ওয়েলিংটনে ২১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাত ক্রাইস্টচার্চে ২৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা (যদি ফিটনেস টেস্টে সফল হন)।