নয়াদিল্লি:  জাতীয় দল থেকে এক বছরের জন্য নির্বাসিত হওয়ার পর বল-বিকৃতিকাণ্ডে দোষী সাব্যস্ত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে চলতি বছরের আইপিএল থেকে নিষিদ্ধ করল বিসিসিআই।


আইপিএলে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দবারাদ দলের অধিনায়ক ছিলেন যথাক্রমে স্মিথ ও ওয়ার্নার। এদিনই সানরাইজার্সের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ওয়ার্নার। এর আগে, গত পরশু, রয়্যালসের অধিনায়কত্ব ছাড়েন স্মিথ।


কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্টে বল-বিকৃতির অভিযোগ ওঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হন অধিনায়ক স্মিথ, ওপেনার ওয়ার্নার ও ব্যানক্রফ্ট। এদিন স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের এবং ব্যানক্রফ্টকে ন’মাসের জন্য নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।


এরপরই, চলতি বছরের টুর্নামেন্ট থেকে দুজনকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ। এদিন, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া দুজনকে (স্মিথ ও ওয়ার্নার) নির্বাসিত করেছে। তাই আমরাও চলতি বছরের আইপিএল থেকে তাঁদের নিষিদ্ধ করলাম।


শুক্ল মনে করিয়ে দেন, এই সিদ্ধান্ত অত্যন্ত ভাবনাচিন্তা করেই নেওয়া হয়েছে। প্রথমে, আইসিসি, তারপর ক্রিকেট অস্ট্রেলিয়ার রায়ের অপেক্ষা করা হয়। সবদিক খতিয়ে দেখেই নিষিদ্ধ  করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যোগ করেন, উভয় দলই এই দুজনের বদলি ক্রিকেটার নিতে পারবে।