মুম্বই: টি-টোয়েন্ট বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার পরেই সরিয়ে দেওয়া হয় চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে। কিন্তু অপসারিত চেতন কি ফের ভারতের নির্বাচক পদ পেতে চলেছেন?


নতুন করে নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই অনেক প্রাক্তন ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে নতুন নির্বাচক নিয়োগ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনে করা হচ্ছে নতুন বছরের প্রথম সপ্তাহে নতুন নির্বাচকমন্ডলীর নাম ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।


বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। সেখানেই চূড়ান্ত তালিকা বেছে নেবেন অশোক মলহোত্র, সুলক্ষণা নায়েক এবং যতীন পরাঞ্জপেদের কমিটি। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, 'যদি সব ঠিক ঠাক থাকে, তাহলে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি চাইলেই ২৯ ডিসেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া সেরে ফেলতে পারে। এখানে বোর্ড কোনও হস্তক্ষেপ করবে না।'


অশোক মলহোত্রাদের কমিটি প্রত্যেকটি অঞ্চল থেকে এক জন করে নির্বাচক বেছে নেবেন। সূত্রের খবর, নির্বাচক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাতে চেতন শর্মাও নাকি আবেদন করেছেন। সেক্ষেত্রে চেতন শর্মার নির্বাচক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


সতর্ক বোর্ড


রোহিত শর্মা (Rohit Sharma) নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। যে কারণে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ না খেললেও, ওয়ান ডে সিরিজের দলে নাম রয়েছে তাঁর। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কে এল রাহুল ও বিরাট কোহলিকে। যদিও এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, দুজনের কেউই বিরতি চাননি। তবে নির্বাচকেরা মনে করেছেন, তাঁদের বিরতি প্রয়োজন।


যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফিট ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁরা বুমরার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাকে ফেরানোর আগে তাঁকে ম্যাচ ফিট করে তুলতে চায় বোর্ড।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শক্তি বৃদ্ধি এবং কন্ডিশনিংয়ের জন্য ঋষভ পন্থকে (Rishabh Pant) বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করে, টেস্টে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এই বছর ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তাঁর এই বিরতির প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের মধ্যে তিনটিতে জিততেই হবে ভারতকে।


আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন