কোঝিকোর: পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা উড়িয়ে দিল বিসিসিআই। উরি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে খেলার কথা ভাবাও উচিত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। ফলে অদূর ভবিষ্যতে ভারত-পাক সিরিজ দেখার কোনও আশা নেই।
জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে জঙ্গি হামলায় ১৮ জন সেনা জওয়ানের মৃত্যুর পর থেকেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ অনুরাগ স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কোনও প্রশ্নই নেই। তিনি দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে গিয়ে বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে খেলার কথা ভাবাও ঠিক নয়।’ এ বছর ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা নেই বলেও জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি।
টেরিটোরিয়াল আর্মি অফিসার অনুরাগ ভারত-পাক লড়াই প্রসঙ্গে বলেছেন, ‘১৯৬৫, ১৯৭১ এবং কার্গিল যুদ্ধে পাকিস্তানেক হারিয়েছে ভারত। বিশ্বকাপ ক্রিকেটেও সব ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। পাকিস্তানকে যে কোনও সময় ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে ভারতের। তবে পাকিস্তানকে সারা বিশ্বে কোণঠাসা করে দেওয়া বেশি জরুরি।’
পাকিস্তানের সঙ্গে সিরিজের সম্ভাবনা খারিজ অনুরাগ ঠাকুরের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2016 07:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -