নয়াদিল্লি: অবশেষে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেওয়া নিয়ে সব জটিলতার অবসান হল। বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভায় সর্বসম্মভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো হবে। আগামীকাল দল ঘোষণা করা হবে। এমনকী, আইসিসি-র বিরুদ্ধে আপাতত যুদ্ধ ঘোষণার মনোভাব থেকেও বিরত থাকছে বোর্ড।
বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানোর বিষয়ে বোর্ডের সব আধিকারিকই একমত হয়েছেন। এখনই আইনি পথে হাঁটছে না বোর্ড। যুগ্মসচিব অমিতভা চৌধুরী ও সিইও রাহুল জোহরি আইসিসি-র সঙ্গে আলোচনা করবেন।’
প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনও স্কাইপের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। তিনি প্রাথমিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পাঠানোর পক্ষেই ছিলেন। কিন্তু বাকিরা দল পাঠানোর পক্ষে আছেন বুঝে আর কোনও আপত্তি জানাননি শ্রীনি।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত, জানিয়ে দিল বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2017 01:01 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -