নয়াদিল্লি: ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থেকে পেসার মহম্মদ শামিকে রেহাই দিল বিসিসিআই-এর দুর্নীতি-দমন শাখা। এরপরেই তাঁর সঙ্গে নতুন করে চুক্তি করল বিসিসিআই। শামিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। ফলে তিনি বছরে তিন কোটি টাকা পাবেন। একইসঙ্গে এবারের আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতেও আর বাধা রইল না শামির।
বাংলার এই পেসারের বিরুদ্ধে আলিশবা নামে এক পাকিস্তানি তরুণীর কাছ থেকে জনৈক মহম্মদ ভাইয়ের দেওয়া টাকা নেওয়া সহ একগুচ্ছ অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। বিসিসিআই-এর দুর্নীতি-দমন শাখার প্রধান নীরজ কুমার এই অভিযোগের তদন্ত করে শামিকে ক্লিনচিট দিয়েছেন।
আজ বিসিসিআই-এর প্রশাসক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি নীরজ কুমারকে মহম্মদ শামির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার অনুরোধ জানিয়েছিল। নীরজ কুমার প্রশাসক কমিটির কাছে গোপন রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টের ভিত্তিতে প্রশাসক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, দুর্নীতি-দমন আইনে শামির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। সেই কারণেই শামিকে বার্ষিক চুক্তির বি গ্রেডে রাখা হচ্ছে।’
শামিকে ক্লিনচিট দিল বিসিসিআই, নতুন করে চুক্তি
Web Desk, ABP Ananda
Updated at:
22 Mar 2018 07:04 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -