মুম্বই: ভারতের অলিম্পিক্স প্রস্তুতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ)-কে ১০ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের বোর্ড।



পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠকে রবিবার ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুরক্ষার বিষয়েও আলোচনা হয়েছে। গত মরসুমে করোনার ধাক্কায় রঞ্জি ট্রফি হয়নি। ঘরোয়া ক্রিকেটারদের আয় অনেকটাই নির্ভর করে থাকে রঞ্জি ট্রফির ওপর। টুর্নামেন্টই না হওয়ায় ঘরোয়া ক্রিকেটারেরা আর্থিক সমস্যায়। অনেকেই বাধ্য হয়ে অন্যান্য দেশের ক্রিকেট লিগে খেলার চেষ্টা করছেন বা করেছেন বলে খবর। ভারতীয় ক্রিকেট বোর্ড রবিবার একটি কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কমিটি ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখে সেই মতো ব্যবস্থা বা সুপারিশ করবে।








কিছুদিন পরেই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। তার আগেই ভারতীয় ক্রীড়াবিদদের জন্য সুখবর দিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রীড়াবিদদের প্রস্তুতি এবং প্রচারের জন্য ১০ কোটি টাকা সাহায্য করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার এপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ২.৫ কোটি টাকা ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য দেওয়া হবে। বাকি সাড়ে সাত কোটি টাকা বাণিজ্যিক প্রচার এবং বিপণনের জন্য দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে ক্রীড়ামহলে খুশির হাওয়া।






 













ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'হ্যাঁ, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করা অ্যাথলিটদের সাহায্য করবে বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় দেশের অ্যাথলেটিক্স ও অন্যান্যা খেলার উন্নতির কথা ভাবে। এর আগেও আমরা এরকম অনুদান দিয়েছি।' মনে করা হচ্ছে কিট স্পনসরশিপ করা সংস্থা সরে যাওয়ার পর যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল আইওএ, সেটা অনেকটাই দূর হবে।

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠকে রবিবার ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুরক্ষার বিষয়েও আলোচনা হয়েছে। গত মরসুমে করোনার ধাক্কায় রঞ্জি ট্রফি হয়নি। ক্রিকেটারদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছে বোর্ড।