মুম্বই: ফের লোঢা কমিটির সুপারিশ অগ্রাহ্য করল বিসিসিআই। আজ সিনিয়র ভারতীয় দলের নির্বাচক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল। লোঢা কমিটির সুপারিশ ছিল, নির্বাচকদের সবারই টেস্ট খেলার অভিজ্ঞতা থাকতে হবে।। কিন্তু আজ যে পাঁচ জন নির্বাচকের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে এমন দু জন আছেন, যাঁরা কোনওদিন টেস্ট খেলেননি। তাঁরা হলেন গগন খোডা এবং যতীন পরঞ্জপি। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। যিনি মাত্র ৬টি টেস্ট খেলেছেন। ফলে লোঢা কমিটির সঙ্গে বোর্ডের সংঘাত ফের প্রকাশ্যে চলে এল।
প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান প্রসাদ এর আগেও নির্বাচক কমিটিতে ছিলেন। তিনি দক্ষিণাঞ্চল থেকে নির্বাচক কমিটিতে আসেন। এবার সন্দীপ পাতিলের জায়গায় নির্বাচক কমিটির প্রধান হলেন অন্ধ্রপ্রদেশের এই প্রাক্তন ক্রিকেটার। নির্বাচক কমিটির বাকি দুই সদস্য হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার দেবাঙ্গ গাঁধী এবং পঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার শরণদীপ সিংহ।
আজ বোর্ডের ৮৭-তম বার্ষিক সাধারণ সভায় সিনিয়র, জুনিয়র ও মহিলা দলের নির্বাচক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদে প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদকেই রেখে দেওয়া হয়েছে। তিনি ৩৩টি টেস্ট খেলেছেন। অথচ সিনিয়র নির্বাচক কমিটির পাঁচ জন সদস্য মিলিতভাবে মাত্র ১৩ টি টেস্ট খেলেছেন।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
লোঢা কমিটির সুপারিশ অগ্রাহ্য, এমএসকে প্রসাদকে নির্বাচক প্রধান করল বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
21 Sep 2016 05:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -