মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন রাহুল দ্রাবিড়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে রাহুল ওই পদের জন্য তাঁর আবেদনপত্র জমা দিয়েছেন ভারতীয় বোর্ডে। আর দ্রাবিড় কোচের পদে আবেদনের পরই সুনীল গাওস্কর বলে দিলেন যে আর কারও এই পদের জন্য আবেদন করার কোনও দরকার নেই। এক সাক্ষাৎকারে লিটল মাস্টার বলেন, 'কোনও সন্দেহ নেই যে আর কারও আবেদন করার কোনও প্রয়োজন নেই। যেভাবে অনূর্ধ্ব ১৯ দলকে দ্রাবিড় চালিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এনসিএতে যেভাবে কাজ করেছে, তাও উল্লেখযোগ্য। প্রশাসনিক কাজেও সমান পারদর্শী। শুধু মাঠের ভেতরে নয়, মাঠের বাইরেও দ্রাবিড় অসাধারণ। আমার মনে ওঁর আবেদন করাটা শুধুমাত্র ফর্ম্যালিটি। ওঁই নিঃসন্দেহে কোচ হতে চলেছে।' 


ফলে তাঁকে নিয়ে যে জল্পনা চলছিল, তা সত্যি হল। বিশ্বকাপ শেষ হলেই বিরাট কোহলিদের নতুন কোচ হিসাবে দ্রাবিড়ের আবির্ভাব এখন শুধু সময়ের অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপ পরই ভারতের হেড কোচের দায়িত্ব থেকে সরছেন রবি শাস্ত্রী। মেয়াদ শেষ হওয়ার পর সরানো হচ্ছে শাস্ত্রীর সহকারীদেরও। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহরা দুবাইয়ে আইপিএল ফাইনালের সময় রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে তাঁকে রাজি করিয়েই ফেলেছিলেন। তারপর কোচ ও বিভিন্ন সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য আবেদন জমার ব্যবস্থা করে বিসিসিআই। মঙ্গলবার ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। এদিনই রাহুল দ্রাবিড় আবেদন করেছেন বলে বোর্ড সূত্রে খবর। ভারতীয় ক্রিকেটমহল আপাতত কোচ হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা সময়ের অপেক্ষা বলে মনে করছে।


শাস্ত্রীর মেয়াদ ফুরোলে দ্রাবিড় ভারতের কোচ হতে পারেন বলে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের দলের কোচ হয়েছিলেন দ্রাবিড়। তার পরেও ভারতের কোচ হওয়ার চেয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলানোই বেশি পছন্দ ছিল দ্রাবিড়ের কাছে। কিন্তু সৌরভ-জয় শাহরাই দ্রাবিড়ের মত বদলানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন বলে সূত্রের খবর।


তবে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল কারণ, সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআই সভাপতি সৌরভ বলেছিলেন, দ্রাবিড় কোচ হচ্ছেন এই খবর তিনি সংবাদমাধ্যমে দেখে জেনেছেন। বলেছিলেন, দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও ভালো কাজ করেছেন। ভারতের যে শক্তিশালী দল গড়া সম্ভব হচ্ছে, তাতে এনসিএর ভূমিকা রয়েছে বলেও মতপ্রকাশ করেছিলেন সৌরভ।