নয়াদিল্লি: নতুন চুক্তি অনুসারে ভারতীয় ক্রিকেটারদের রিটেনারশিপ ফি ও ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিসিআই। এখন থেকে এ গ্রেডে থাকা ক্রিকেটাররা বার্ষিক ২ কোটি টাকা পাবেন। গ্রেড বি ও সি-তে থাকা ক্রিকেটাররা যথাক্রমে ১ কোটি টাকা ও ৫০ লক্ষ টাকা করে পাবেন। টেস্ট ম্যাচ খেললে একজন ক্রিকেটার পাবেন ১৫ লক্ষ টাকা। একদিনের ও টি-২০ ম্যাচ খেললে পাওয়া যাবে যথাক্রমে ৬ লক্ষ টাকা এবং ৩ লক্ষ টাকা।

আজ ৩২ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। ভারতের বর্তমান ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয় এ গ্রেডে আছেন।

বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি বি গ্রেডে আছেন। তাঁদের সঙ্গেই বি গ্রেডের আওতায় রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, উমেশ যাদব, যুবরাজ সিংহ ও যশপ্রীত বুমরাহ।

সি গ্রেডে আছেন শিখর ধবন, অম্বাতি রায়াডু, অমিত মিশ্র, মণীশ পাণ্ডে, অক্ষর পটেল, করুণ নায়ার, হার্দিক পাণ্ড্য, আশিস নেহরা, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, পার্থিব পটেল, জয়ন্ত যাদব, মণদীপ সিংহ, ধবল কুলকার্ণি, শার্দুল ঠাকুর ও ঋষভ পন্থ।

উল্লেখযোগ্যভাবে বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়েছেন হরভজন সিংহ, গৌতম গম্ভীর ও সুরেশ রায়না। ২০১৬ সালের ১ অক্টোবরের পরে যে ক্রিকেটাররা ভারতের হয়ে খেলেছেন, তাঁদের সঙ্গেই চুক্তি করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাদ পড়েছেন রায়না।